বামেদের গণবিক্ষোভ :

কামারহাটি পৌরসভা অন্তর্গত সিপিআই(এম)-এর পাঁচটা এরিয়া কমিটির উদ্যোগে পথসভা l দীর্ঘদিন ধরে কামারহাটি বিধানসভা অন্তর্গত অঞ্চল সমাজ বিরোধী কার্যকলাপ বেড়ে চলা এবং ধর্মঘটের দিন বামপন্থী কর্মীদের উপরে পুলিশের আক্রমণের প্রতিবাদে বেলঘড়িয়া থানার সামনে গণবিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করা হলো l এই বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিপিআই(এম )পূর্ব বেলঘড়িয়া এরিয়া কমিটি সম্পাদক জয়দীপ চৌধুরী l এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন শায়নদীপ মিত্র ডি ওয়াই এফ আই রাজ্য কমিটির সম্পাদক এবং সিপিআই(এম )রাজ্য কমিটির অন্যতম সদস্য প্রদীপ মজুমদার, সিপিআই(এম )উ:২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য দিব্য জ্যোতি দাস ,ডি ওয়াই এফ আই উ: ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি এবং সিপিআই(এম )উ:২৪  পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য l এই বিক্ষোভ সবার থেকে ছয়জনের প্রতিনিধিদল বেলঘড়িয়া থানার ওসি রতন চক্রবর্তীর সাথে দেখা করেন lএবং উনার হাতে তাদের দাবি তুলেদেন l অবিলম্বে সমাজ বিরোধী কাজের সাথে যুক্ত অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে l বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে l বিভিন্ন জায়গায় মদের আসর বসা তা অবিলম্বে বন্ধ করতে হবে l তার সাথে ধর্মঘটের দিন শান্তিপূর্ণভাবে ধর্মঘটের সমর্থনে কর্মসূচি পালন করার সময় পুলিশি আক্রমণের প্রতিবাদে কথা জানানো হয় l অন্যায় ভাবে পুলিশ প্রশাসন যেভাবে আক্রমণ করেছে তার নিন্দা প্রকাশ করা হয় l পুলিশ প্রশাসন যদি এর ব্যবস্থা গ্রহণ না করে এর পরবর্তীতে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এই বিক্ষোভ সভা থেকে বলা হয় l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**