দেশপ্রিয় নগর ২৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির :
দিল্লিতে কৃষক আন্দোলনের আন্দোলনরত ৩২ জন কৃষক শহীদ হন l এই ৩২ জন শহীদের স্মরণে এবং এসএফআইয়ের ৫০ বছর উপলক্ষে এসএফআই, ডিওয়াইএফআই ,সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, সি আই টি ইউ এবং পশ্চিমবঙ্গ প্রগতিশীল হোমিওপ্যাথিক চিকিৎসক সমিতির যৌথ উদ্যোগে কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির l
ও করোনাভাইরাস এর আবহে দেশ এবং রাজ্যের অর্থনীতি সামনে রেখে আলোচনা সভা করা হয় l ২৭ নম্বর ওয়ার্ডে গুণীজন ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয় l সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর আগে প্রথমে শহীদদের উদ্দেশ্যে শহীদ বেদিতে মাল্যদান কর্মসূচী পালন করা হয় l
তারপরে সংগীতের মধ্যে দিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের কর্মসূচি শুরু হয় l এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্ত দান শিবিরে রক্তদাতাদের কে উৎসাহিত করতে উপস্থিত হন সিপিআই(এম) উ: ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক এবং সিপিআই(এম )রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মৃণাল চক্রবর্তী, কামারহাটি বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম )সম্পাদক মন্ডলীর সদস্য মানস মুখার্জি সিপিআই(এম )উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সি আই টি ইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি নেপাল দেব ভট্টাচার্য l এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন শতরূপ ঘোষ l
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রগতিশীল হোমিওপ্যাথিক চিকিৎসক সমিতির রাজ্য কমিটির অন্যতম নেতৃত্ব ডাক্তার জয়ন্ত ব্যানার্জি l ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সায়ান্দীপ মিত্র l ডিওয়াইএফআই উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি দেবজ্যোতি দাস l বিশিষ্ট অভিনেতা নাট্যকার বিমল চক্রবর্তী ,মৌসুমী ভট্টাচার্য ও দীপাঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট অভিনেতা এবং উপস্থিত ছিলেন সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য দেশপ্রিয় নগর টেক্সমাকো এরিয়া কমিটির সম্পাদক প্রদীপ মজুমদার এবং সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করে ডাক্তার অভিজিৎ মজুমদার l
এই মঞ্চ থেকে দিল্লিতে আন্দোলনরত অন্নদাতা কৃষকদের আন্দোলনের পাশে থাকতে সেই আন্দোলনকে সাহায্য করবার জন্য টাকা তুলে দেওয়া হয় সিপিআই(এম )উত্তর জেলা কমিটির সম্পাদক মৃণাল চক্রবর্তী এবং সিপিআই(এম )উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য এবং কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানস মুখার্জি দুজনের হাতে ১৬০০০ টাকা তুলে দেওয়া হয় lমেডিসিন অফ সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা রক্ত সংগ্রহ করতে আসে l এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে ১০০ জন রক্তদাতা তাদের শরীরের মূল্যবান রক্ত স্বেচ্ছায় দান করেন l
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন