ব্যারাকপুর ও উত্তর দমদম প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় কে স্মরণ করে রাখতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক মিছিল সংঘটিত হয় l

৪০ দিন টানা মৃত্যুর সঙ্গে লড়াই করে জীবনের শেষ লড়াইয়ে হেরে গেলেন বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী নাট্যকার আবৃত্তিকার সাহিত্যিক সৌমিত্র চট্টোপাধ্যায় l আজ ১১ টা ১৫ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন l জীবনের অনেক বড় বড় লড়াইয়ের জয় করে ফিরে এসেছেন কিন্তু তিনি এই রোগের সাথে লড়াই করে শেষ যুদ্ধে জয় করতে পারলেন না l 

তাঁকে স্মরণ করে সিপিআই(এম) উত্তর দমদম অঞ্চলের চারটে এরিয়া কমিটি বিরাটি বিশরপাড়া পূর্ব বিরাটি বিশরপাড়া পশ্চিম নিমতা দক্ষিণ ও নিমতা উত্তর এই চারটি এরিয়া কমিটি এবং উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তন্ময় ভট্টাচার্যের উদ্যোগে সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণ করে রাখতে মৌন মিছিল সংঘটিত হলো l নিমতা থানার সামনে থেকে এই মৌন মিছিল শুরু হয় এবং শেষ হয় কল্যাণী এক্সপ্রেসওয়ে এর মুখে l সেখানে সংক্ষিপ্ত সভায় এক মিনিট নীরবতা পালন করা হয় l তার পরে এই মিছিল শেষ হয় l সৌমিত্র চট্টোপাধ্যায় প্রিয় গান ছিল আগুনের পরশমণি এই গানটি গাইতে গাইতে এই শোক মিছিল চলে l এম বি রোড ধরে l
  মিছিলে উপস্থিত ছিলেন উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তন্ময় ভট্টাচার্য  ,শিব শংকর ঘোষ ,প্রাক্তন সিপিআই(এম), কাউন্সিলর দেবীপ্রসাদ সিনহা, প্রাক্তন উত্তর দমদমের কাউন্সিলর অতসী চক্রবর্তী, সিপিআই(এম )উ: ২৪পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য সুস্মিতা দাস গুপ্ত ,প্রাক্তন উত্তর দমদমের কাউন্সিলর সহ বামপন্থী কর্মী-সমর্থকরা এই শোক মিছিলে পা মেলান l যখন কলকাতায় রবীন্দ্র সদন থেকে শোক মিছিল শেষকৃত্য সম্পন্ন করবার জন্য কলকাতার রাজপথে চলছে 

l তখন উত্তর দমদমের নিমতা এম বি রোড ধরে সৌমিত্র চট্টোপাধ্যায় কে স্মরণ করে রাখতে এইখানে মিছিল সংঘটিত হয় l এই মিছিলে সর্বস্তরের মানুষ  সমবেত হয় এবং মিছিলে পা মেলান l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**