২৬ শে নভেম্বর ধর্মঘট সফল করা এবং রেলের ট্রেনের সংখ্যা বাড়ানো ও যাত্রী সুরক্ষা এই নিয়ে প্রচার অভিযান চালায় সি আই টি ইউ l


বলরাম বোস রিপোর্ট : সি আই টি ইউ বেলঘড়িয়া এবং বেলঘড়িয়া রেলওয়ে হকার্স ইউনিয়নের যৌথ উদ্যোগে আজ প্রথম ট্রেন চলা শুরু হয় l সাত মাস বেশিদিন ধরে ট্রেন বন্ধ থাকার পর আজ চালু হয় l ট্রেন যাত্রীদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ গ্রহণ করল বেলঘড়িয়া সিআই টি ইউ এবং রেলওয়ে হকার্স ইউনিয়ন l


 তারা রেলযাত্রীদের হাতে হ্যান্ড স্যানিটাইজার এবং যে সমস্ত যাত্রীদের মুখে মাক্স নেই তাদের হাতে মাক্স তুলে দেওয়া হয় l  তার সাথে সাথে প্রচার করা হয় আগামী ২৬ শে নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘট সফল করা এবং ট্রেন সংখ্যা বাড়ানো l হকারদের ব্যবস্থা করা এবং যাত্রী পরিষেবা যাত্রীদের সুরক্ষা দেওয়ার সঠিক ব্যবস্থা রাখতে হবে এই প্রচার করেন l
বেলঘড়িয়া স্টেশনে উপস্থিত ছিলেন ঝন্টু মজুমদার l ২১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুব্রত চ্যাটার্জী ,জয়ন্ত দে এবং হকার্স ইউনিয়নের নেতা রঞ্জিত সরকার l 



এর সাথে সাথে সোদপুরে সোদপুর স্টেশন সোদপুর রেলওয়ে হকার্স ইউনিয়ন এবং পানিহাটি সি আই টি ইউ পক্ষ থেকে  সোদপুর স্টেশন ম্যানেজার এর হাতে সারক লিপি তুলে দেওয়া হয় l উপস্থিত ছিলেন দুলাল চক্রবর্তী ,অনির্বাণ ভট্টাচার্য ,গোপাল কুন্ডু ,বাপি কুশারী  l ডেপুটেশন গ্রহণ করেন সোদপুর স্টেশন ম্যানেজার তরুণ বিশ্বাস l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**