রাজ্য বিধানসভায় সংবিধান দিবস পালিত :

৭১তম সংবিধান দিবস উপলক্ষে ২৬শে নভেম্বর পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায়  দিনটি যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করা হয়।  সংবিধানের রূপকার ড. বি.আর.আম্বেদকরের প্রতিকৃতি, মৃর্তি এবং সংবিধানের প্রতিলিপিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল মন্ডল, সচিব অভিজিৎ সোম, বিশেষ সচিব ধৃতিরঞ্জন পাহাড়ী সহ অন্যান্য আধিকারিক ও কর্মচারীবৃন্দ।

সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের লোকসভা, রাজ্যসভা সমেত অন্যান্য রাজ্যের বিধানসভার অধিবেশন শুরুর আগে সংবিধানের প্রস্তাবনা (Preamble) পাঠ করাই রীতি। এই প্রস্তাবনার মধ্যে সংবিধানের মূল উদ্দেশ্য ও বক্তব্য নিহিত থাকে। ভারতবর্ষের সার্বভৌমত্ব, অখন্ডতা, সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সেই বক্তব্যকে অনুসরণ করার কথা বলেন তিনি। এ বিষয়ে আগামীদিনে বিধানসভায়  সর্বদলীয় বৈঠকে একটি প্রস্তাব পেশ করার পাশাপাশি লোকসভার অধ্যক্ষকেও  লিখিত প্রস্তাব পাঠানোর কথা বলেন। 
জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**