চৈতন্য মহোৎসব- ২০২০:
চৈতন্য মহোৎসব হল ধ্যান, অন্তরের শান্তি ও আনন্দ উপভোগ করার তিন দিন ব্যাপী এক উৎসব। ২০২০ সাল প্রত্যেকের জীবনে মানসিক স্বাস্থ্য-এর পক্ষে এক কঠিন সময়। আগের তুলনায় মানুষ এখন শুধুমাত্র সুখনিদ্রার জন্য ওষুধ সেবন করে চলেছেন। এমন অপ্রীতিকর পরিস্থিতিতে ‘গুরু তত্ত্ব’ প্রদান করছে শান্তির মুহূর্ত।
৭ই থেকে ৯ই নভেম্বর, এই তিন দিন, সদ্ গুরু শ্রী শিব কৃপানন্দ স্বামীজির জন্মদিন উপলক্ষে “গুরু তত্ত্ব” আয়োজন করেছে চৈতন্য মহোৎসব-২০২০। ৭ই নভেম্বর সকাল ৬ ঘটিকা থেকে ৯ই নভেম্বর সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত এই অনুষ্ঠান ইউটিউব ও ফেসবুক-এ সরাসরি সম্প্রচার করা হবে। আপনারা এই অনুষ্ঠানে সম্পূর্ণ নিখরচায় যোগদান করতে পারেন। আজই https://shivkrupanandfoundation.org -তে নিজেদের নাম রেজিস্টার করুন এবং উৎসবের দিনগুলিতে অংশগ্রহণ করে আত্মশান্তি লাভ করুন।
অনুষ্ঠান সূচি:
০৭-১১-২০২০
সকাল ৬ ঘটিকা : স্বামীজির সঙ্গে ধ্যান
সকাল ৭ ঘটিকা : দীপ প্রজ্জ্বলন।
সকাল ৭:৩০ ঘটিকা : যোগাসন।
সকাল ৮:৩০ ঘটিকা : মধুচৈতন্য -র পরিচয়।
সকাল ৮:৪৫ ঘটিকা : অনুভূতি।
সকাল ৯ ঘটিকা : স্বামীজির প্রবচন।
সকাল ১১ ঘটিকা : সাক্ষাৎকার।
দুপুর ১২:৩০ ঘটিকা : গুরুমার প্রবচন।
দুপুর ২:৩০ ঘটিকা : অনুভূতি ।
দুপুর ৩:৩০ ঘটিকা : সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিকেল ৪:৩০ ঘটিকা : স্বামীজির সাথে প্রশ্নোত্তর।
০৮-১১-২০২০
সকাল ৬ ঘটিকা : স্বামীজির সঙ্গে ধ্যান |
সকাল ৭ ঘটিকা : স্বামীজির সাথে যজ্ঞ।
সকাল ৯ ঘটিকা : যোগাসন।
সকাল ১০ ঘটিকা : গহন যজ্ঞ, পাদুকা নমন, ভজন, জন্মদিন পালন ।
দুপুর ১২ ঘটিকা : অনুষ্ঠান।
দুপুর ১ ঘটিকা : গুরুকথা।
দুপুর ৩ ঘটিকা : সাংস্কৃতিক অনুষ্ঠান।
দুপুর ৩:৩০ ঘটিকা : সাক্ষাৎকার ও অনুভূতি।
বিকেল ৪ ঘটিকা : স্বামীজির সাথে প্রশ্নোত্তর।
০৯-১১-২০২০
সকাল ৬ ঘটিকা : স্বামীজির সঙ্গে ধ্যান ।
সকাল ৭ ঘটিকা : যোগাসন।
সকাল ৮ ঘটিকা : সাক্ষাৎকার।
সকাল ৮:৩০ ঘটিকা : SSSF ডেভলপমেন্ট - অম্বরিশজী ।
সকাল ৯ ঘটিকা : স্বামীজির সাথে প্রশ্নোত্তর।
সকাল ১১ ঘটিকা : দায়রো।
দুপুর ১২:৩০ ঘটিকা : অনুষ্ঠান।
দুপুর ২:৩০ ঘটিকা : সাংস্কৃতিক অনুষ্ঠান।
দুপুর ৩:৩০ ঘটিকা : সাক্ষাৎকার ও অনুভূতি।
বিকেল ৪:৩০ ঘটিকা : সমাপ্তি
স্বামীজি এবং গুরুমা ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন