##শ্রদ্ধায়_স্মরণে_শপথে_ফুটবলের_চে##

#শ্রদ্ধায়_স্মরণে_শপথে_ফুটবলের_চে#
        Sfi-Dyfi বরানগর আঞ্চলিক কমিটি ১ও ২ এর পক্ষ থেকে আজ এক স্মরণসভার আয়োজন করা হয়েছিল বি.টি.রোড বনহুগলীর উত্তরায়ণ হাউসিং এস্টেটের সামনে। প্রথমে মারাদোনার প্রতিকতিতে মাল্যদান করা হয়। তারপর প্রয়াত কমরেড দিয়েগোর স্মৃতিতে কিছুক্ষণ নীরবতা পালন করে  উপস্থিত সকলে ।

এরপর মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। মারাদোনার স্মরণে প্রজেক্টর দিয়ে বড় পর্দার মাধ্যমে অডিও-ভিডিও সাপোর্টে একটি মেগা ক্যুইজ (Open to all)প্রতিযোগিতা সংঘটিত করা হয়, যার বিষয় ছিল 'দিয়েগো আর্মান্দো মারাদোনা"।ক্যুইজ পরিচালনা করেন প্রখ্যাত ক্যুইজ মাষ্টার শুভব্রত চক্রবর্তী। এই ক্যুইজের মধ্য দিয়েই বামপন্থায় দৃঢ়ভাবে আস্থাশীল দিয়েগোর জীবন সম্পর্কে অনেক না জানা কথা 

সর্বসাধারণের কাছে তুলে ধরা হয়। মারাদোনার সারা জীবনের খেলার সেরা ক্লিপিংস গুলো বড় পর্দায় দেখানো হয়। স্মরণ অনুষ্ঠানের শেষে ঐ বড় পর্দায়  ISL এর ইষ্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি ম্যাচ লাইভ স্ক্রিনিং করা হয়। উপস্থিত ছাত্র-যুবদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
      এই স্মরণ অনুষ্ঠানে অঞ্চলের  ছাত্র-যুব-মহিলা সহ গণ আন্দোলনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**