দীপাবলিতে আলোর উৎসবে মার্কসীয় সাহিত্যের সহ প্রগতিশীল সাহিত্যের বুক স্টল উদ্বোধন :

বেলঘড়িয়া সিপিআই(এম )এরিয়া কমিটি অন্তর্গত শ্রমিক সংগঠনগুলির উদ্যোগে শারদ উৎসবের পরে দীপাবলিতে আলোর উৎসবে মার্কসীয় সাহিত্যের সহ প্রগতিশীল সাহিত্যের বুক স্টল উদ্বোধন হলো বেলঘড়িয়া ফিডার রোড বাটার মোড়ে l এই বুক স্টলের উদ্বোধন করেন সি আই টি ইউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি সুভাষ মুখার্জি l এই উদ্বোধন অনুষ্ঠানে পরিচালনা করেন সিপিআই(এম) উ: ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য বেলঘড়িয়া এরিয়া কমিটির সম্পাদক ঝন্টু মজুমদার l 
উপস্থিত ছিলেন রেলওয়ে হকার্স ইউনিয়নের রাজ্যের নেতৃত্ব রঞ্জিত সরকার ও কামারহাটি পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন জনপ্রতিনিধি সুব্রত চ্যাটার্জী সহ সিপিআইএমের কর্মী-সমর্থকরা l এই বুক স্টলে উদ্বোধন অনুষ্ঠানে বই ক্রেতা ও পাঠকদের উৎসাহ দেখা যায় l  তিন দিন এই বুক স্টল চলবে l বুক স্টল কে ঘিরে ধরে সাধারণমানুষ  সহ নিত্যযাত্রীদের এই বুক স্টলে বই দেখার একটা উৎসাহ উদ্দীপনা দেখা যায় l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**