বরানগর সিপিআই(এম )উদ্যোগে মহান নভেম্বর বিপ্লব কে কেন্দ্র করে সাহিত্যিক বুক স্টল

বরানগর, বলরাম বোস : সিপিআই(এম )বরানগর এক নম্বর এবং দুই নম্বর এরিয়া কমিটির যৌথ উদ্যোগে মহান নভেম্বর বিপ্লব উপলক্ষে ৭ ই নভেম্বর থেকে বুকস্টল শুরু হয় l বরানগর বি টি রোডের উপর টপিন রোড মরে l এই বুক স্টল কে কেন্দ্র করে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় আলোচনা সভা আয়োজন করা হয় l আজকের বিষয় ছিল ধর্মঘটের বক্তব্য রাখেন l 

সিপিআই(এম) উ: ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক এবং সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মৃণাল চক্রবর্তী এবং সি আই টি ইউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি এবং সিপিআই(এম )রাজ্য কমিটির অন্যতম সদস্য সুভাষ মুখার্জি উপস্থিত ছিলেন l অশোক ভট্টাচার্য, কিশোর গাঙ্গুলী এবং শানু রায় বর্তমান পরিস্থিতিতে ধর্মঘট সফল করার মধ্যে দিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারকে হুঁশিয়ারি দেওয়া এবং ধাক্কা দেওয়া কথা বলেন l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

বেহালায় সোমার " শাইন অ্যান্ড শ‍্যাডো "ত্বক ও রূপচর্চার আধুনিক ক্লিনিক!