লোকাল ট্রেন চালাতে রেলকে চিঠি রাজ‍্যের চুড়ান্ত বৈঠক আগামীকালঃ

রাজ‍্যের লাইফ লাইন লোকাল ট্রেন গত আট মাস বাবদ বন্ধ কর্মচারিদের  জন্য  রেল বিশেষ  পরিষেবা দিলেও  তাতে সাধারণ  যাত্রী  ওঠা নিয়ে  গত কয়েকদিন  ধরে রাজ‍্যের বিভিন্ন  রেল স্টেশনে যাত্রী  বিক্ষোভ  হচ্ছে। 
গতকাল  হাওড়া স্টেশনে যাত্রী বিক্ষোভ  চুড়ান্ত  আকার ধারন করে সাধারণ  যাত্রীরা জোর করে স্ট‍্যাফ স্পেশাল ট্রেনে উঠতে গেলে আরপিএফ ও জি আর পি বাধা দেয় তাতে রণক্ষেত্রে  চেহারা  নেয় হাওড়া স্টেশন। জনতাকে ছত্রভঙ্গ  করতে পুলিশ  লাঠিচার্জ  করে আর তাতে আহত হন বেশ কিছু  নিরীহ যাত্রী। 


এরপর রাজ‍্যসরকার নড়েচড়ে  বসে স্বরাষ্ট্র  সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী পূর্ব রেলের জেনারেল  ম‍্যানেজার কে চিঠি দিয়ে  আলোচনায়  বসতে রাজি হন। এই প্রসঙ্গে  বলে রাখা  ভালো এর আগে রেল রাজী হলেও  ট্রেন চালানোর ব‍্যাপারে রাজ‍্য ততোটা উদ্যোগী ছিল না কিন্তু  কালকের ঘটনার পর রাজ‍্যের উদ্যোগ  চোখে পড়ার মতো।  সূত্র মারফত জানা যাচ্ছে  আগামীকাল  সম্ভবত  আগামীকাল  নবান্নে এই ব‍্যাপারে রেল রাজ‍্য চুড়ান্ত  বৈঠক  হতে পারে। 
কলকাতা  থেকে সুমন্ত দাসের রিপোর্ট

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**