পোস্টগুলি

জুন, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **

ছবি
কবি-সাহিত্যিকরা একটি জাতিকে নানাভাবে নিজেদের লেখনী দ্বারা উপকৃত করেন। বাঙালি জাতির তেমনই একজন বিখ্যাত সাহিত্যিক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালি মনীষার এক আশ্চর্য প্রকাশ কবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিচিত্র ও বহুমুখী সাহিত্য প্রতিভার জন্য শুধু নয়, তাঁর ভাব, ভাষা, বিষয়বস্তুর গভীরতার জন্যও তিনি অনন্য। বহু গবেষক বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি নিয়ে। নানা অজানা তথ্য নিয়ে নতুন কিছু আবিষ্কারের নেশায় গবেষণা করেছেন। কেউ রবী ঠাকুরকে নতুন করে খুঁজে পাওয়ার চেষ্টা করেন তাঁর লেখা গানের মাধ্যমে। কেউ খুঁজে পান কবিতার মাধ্যমে। ছন্দে। নাচে।  শব্দে। ভাষায়। সুরে। প্রতিনিয়ত এক এক জন এক এক রকম ভাবে আবিষ্কার করে থাকেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। এদিন নাদ নামে সাংগীতিক গবেষণামূলক প্রতিষ্ঠানের উদ্যোগে বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত জন্মভূমিতে আয়োজন করা হয় এক বিশেষ সন্ধ্যা অনুষ্ঠানের। যেখানে সার্বজনীন রবীন্দ্রনাথ নামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন জেলা থেকে বহু স্বনামধন্য শিল্পীরা আসেন নানা ভাষায় নানা ভঙ্গিতে নানা আঙ্গিকে বিশ্ব বরেণ্য কব...