অবহেলা আর অযত্নে ঐতিহাসিক ' SUTTIE ' লেটার বক্স - সংরক্ষণের উদ্যোগ নেই!
উলুবেড়িয়া মহকুমা প্রশাসকের কার্যালয়ের সামনে অবহেলা আর অযত্নে পড়ে আছে একটি লেটার বক্স। জানা যায়,এটি রাণী ভিক্টোরিয়ার সময়ে ' SUTTI ' লেটার বক্স তথা ক্রাউন টপ লেটার বক্স। ১৮৫৪ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পোস্ট অফিস অ্যাক্ট চালু করার পরে ই ১৮৫৭ সালে রাণী ভিক্টোরিয়ার শাসনভার গ্রহণ করলে, এই ধরণের লেটার বক্স ভারতবর্ষের বিভিন্ন স্থানের সঙ্গে দ্রুত ডাক যোগাযোগের মাধ্যম হিসেবে স্থাপন করেছিলেন। ' SUTTIE & CO ' নামক একটি সংস্থা ১৮৫৬ থেকে ১৮৫৭ সালে স্কটল্যান্ডে এই লেটার বক্স তৈরি করে। রাণী ভিক্টোরিয়ার সময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তের সাথে উলুবেড়িয়াকে ডাক ব্যবস্থার সাথে যুক্ত করতে এই ' SUTTIE ' লেটার বক্স স্থাপন করেছিলেন। যেখানে এই লেটার বক্সটি স্থাপন করা হয়েছিল সেই স্থানটি বর্তমানে উলুবেড়িয়া...