পোস্টগুলি

ডিসেম্বর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শীতকালে রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলেন রেলকর্মীরাঃ

ছবি
 এখন চলছে শীতকাল আর এই সময় রক্তের সংকট দেখা দেয় সারা রাজ‍্যে  তাই রক্ত সংকটের কথা মাথায় রেখে পূর্বরেলওয়ে মেনস্ কংগ্রেসের বজবজ শাখার উদ্যোগে আজ বালিগঞ্জ স্টেশনে এক রক্তদান শিবিরের আয়োজন করাহয়। এদিন প্রায়  একশো জন রক্ত দাতা এইশিবিরে রক্তদান করেন। এদিন রক্তদান শিবির উপলক্ষ্যে  উপস্থিত  ছিলেন এস এস প্রিয়দর্শনী ( এডিআরএম শিয়ালদহ) বিনোদ কুমার সিং ( এডিআরএমও শিয়ালদহ ) মাধব মল্লিক  দীপক কাঞ্জিলাল (জয়েন্ট জেনারেল সেক্রেটারি ইআরএমসি) নারায়ন সিং ( ভাইস প্রসিডেন্ট ইআরএমসি) তপন দাস  (সম্পাদক ইআরএমসি বজবজ শাখা) কল্পিতা নাথ ( ইআরএমসি উইমেন ফোরাম সম্পাদক)।   এদিন বালিগঞ্জ এই উপলক্ষ্যে  রক্তদাতাদের মধ‍্যে ব‍্যাপক উৎসাহ  ছিল। এদিন রক্তদাতাদের উৎসাহ দিতে বিশেষ অতিথি  হিসাবে হাজির ছিলেন স্থানীয় পৌরপিতা প্রবীর মুখার্জী ও বোরো চেয়ারম্যান  বৈশ্বানর চ‍্যাটার্জীও ইআরএমসি বজবজ শাখার সভাপতি মানিকলাল চ‍্যাটার্জী। অনুষ্ঠানে  উদ্যোগতা তপন দাস জানান ইআরএমসি সব সময় মানুষের সেবায় নিয়োজিত  তাই এতো কর্মব‍্যস্ততার ফাকেও তারা...