পোস্টগুলি

নভেম্বর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সুন্দরবনের প্রত‍্যন্ত এলাকায় তিনদিন ব‍্যাপি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল স্বর্ণদ্বীপ চ‍্যারিটেবিল ট্রাস্টঃ

ছবি
সুন্দরবন ঝড়খালী অঞ্চলের প্রত‍্যন্ত গ্রামের মানুষের   স্বাস্থ‍্য সচেতনতা বৃদ্ধির  লক্ষ‍্যে এক স্বাস্থ‍্য  শিবিরের  আয়োজন করে স্বর্ণদ্বীপ চ‍্যারিটেবিল ট্রাস্ট। তিন দিন ব‍্যাপি এই শিবিরে স্থানীয় মানুষের স্বাস্থ‍্য পরীক্ষা  ছাড়াও  রক্তদানের উৎসাহ  দিতে এক রক্তদান শিবিরের  আয়োজন করা হয়। পাশাপাশি  ঐ এলাকার  মা বোন ও ছোট ছোট শিশুদের  মুখে হাসি ফোটাতে বস্ত্র বিতরন কর্মসূচি  গ্রহন করা হয়। সমগ্র অনুষ্ঠানটিতে স্বর্ণদ্বীপ সংস্থাকে কে সাহায্যের  হাত বাড়িয়ে দেয়  আরণ‍্যক ফাউন্ডেশন  নামে আর এক সেচ্ছাসেবী সংস্থা। এই তিনদিন  ব‍্যাপি স্বাস্থ্য  শিবিরের শুভ সুচনা  করেন সাংসদ প্রতিমা মন্ডল।  এছাড়াও  এই অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন ঝর্না মন্ডল,  তন্ময়  মন্ডল,গৌতম মন্ডল প্রমুখ বিশিষ্ট  ব‍্যাক্তি। আয়োজক শ্রীকান্ত বধূক আমাদের  জানান টানা তিনব‍্যাপি স্বাস্থ‍্য শিবির তেমন একটা দেখা যায় না তাই তারা এই কর্মসূচি  গ্রহন করছেন  এতে ঝড়খালির মানুষ উপকৃত হল ...

ডা:হা: প্রেস কর্নারে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হলো সুন্দরবনের বিশিষ্ঠ প্রত্নতত্ব গবেষক দেবীশংকর মিদ্দ্যার লেখা ' জটার দেউল ' লোককথা ও প্রত্নতত্ব বইটি*

ছবি
সুন্দরবনে আঞ্চলিক ইতিহাসের কথা আমরা জানতে পারি,প্রত্নতত্ব গবেষকদের গবেষণা থেকে। কখনো আবার সেই ইতিহাসের কথা জানা যায় এলাকায় বসবাসকারী প্রবীন মানুষজনদের কাছ থেকে। এমনই রায়দীঘির মণি নদীর মোহনায় অবস্থিত 'জটার দেউল' নিয়ে লোককথা ও প্রত্নতত্ত্ব বিষকক একটি বই লিখেছেন সুন্দরবনের অন্যতম শ্রেষ্ঠ প্রত্ন গবেষক দেবীশঙ্কর মিদ্যা।কয়েক হাজার বছরের পুরনো এই দেউলের প্রত্নতাত্ত্বিক চর্চার বিষয়বস্তুকে তিনি লিপিবদ্ধ করেছেন এই *জটার দেউল* লোককথা ও প্রত্নতত্ত্ব' বইটিতে। কয়েক হাজার বছর প্রাচীন এই দেউলের ইতিহাস, জেলার আঞ্চলিক ইতিহাসে স্থান পাওয়ার জন্য,আমরা জেলাবাসী হিসেবে অত্যন্ত গর্ববোধ করছি।ডায়মন্ড হারবার প্রেস কর্নারে, আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল *জটার দেউল* লোককথা ও প্রত্নতত্ত্ব ' এই বইটির।  বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড: সাইদুর রহমান এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড: রূপেন্দ্র কুমার চট্টোপাধ্যায়। এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের এসডিও অঞ্জন ঘোষ এবং এসডিপিও মিতুন কুমার দ...